হবিগঞ্জ-২ থেকে মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসী নেতা আহমদ আলী মুকিব

শেখ নিজামুর রহমানঃ

মনোনয়নপত্র জমা দিলেন আহমদ আলী মুকিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমেরীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমা দিয়েছেন তিনি। শুক্রবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আহমদ আলী মুকিব টেলিফোনে জানান দলীয় মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে হবিগঞ্জবাসীকে (বানিয়াচং আজমেরীগঞ্জ) একটি সমৃদ্ধি ও সুখী এলাকা হিসেবে গড়ে তোলা হবে। দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন