ক্রিসেন্ট টাউন পাবলিক স্কুলের ব্রিজটি হঠাৎ করেই ভেঙ্গে পড়ে

রুহুল চৌধুরী, টরন্টোঃ

টরন্টো, কানাডার ইস্ট ইয়র্কের আজাদ সুপার মার্কেটের পেছনের ক্রিসেন্ট টাউন স্কুল ও ক্রিসেন্ট প্লেইস এবং মেসি স্কয়ারের সাথে সংযোগ স্থাপনকারী ব্রিজটি আজ (শনিবার) ১৭ নভেম্বর ২০১৮ ভোর আনুমানিক ৬ টার সময় হঠাৎ করেই ভেঙে পড়ে। শনিবার স্কুল বন্ধের দিন হওয়ায় এবং সাত সকালে জনচলাচল প্রায় না থাকায় কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

স্কুল খোলার দিন (সোমবার থেকে শুক্রবার) উক্ত ব্রিজটি দিয়ে শত-শত কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের আসা যাওয়া হয়ে থাকে, যার মধ্যে বিশাল একটি অংশ বাংলাদেশী অভিবাসী। তাছাড়া মেসি স্কয়ারের যে রাস্তার উপর ব্রিজটি নির্মিত সেই রাস্তা দিয়ে প্রতিদিন বহু সংখ্যক যানবাহন চলাচল করে থাকে। কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এই ব্রিজটি ভেঙে পড়ে কারণ, দীর্ঘদিনের এই জরাজীর্ণ অবহেলিত ব্রিজটি ক্রিসেন্ট টাউন স্কুল এবং ক্রিসেন্ট টাউন এর যৌথ মালিকানাধীন। গত শীত মৌসুমে ব্রিজটিতে বরফ পরিস্কার করার দায়ভার নিতে ঠেলা ঠেলি শুরু হয় ক্রিসেন্ট টাউন স্কুল ও ক্রিসেন্ট টাউনের মধ্যে, যার কারনে দির্ঘদিন ব্রিজটিতে জনচলাচল বন্ধ করে রাখা হয়। পরিশেষে ক্রিসেন্ট টাউন স্কুল তাদের নিজস্ব অর্থায়নে কিছু সংস্কার কাজ সম্পন্ন করে এবং বরফ পরিস্কারের ব্যবস্থা করে।

ব্রিজটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। সম্পূর্ণভাবে সংস্কারের জন্য ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ক্রিসেন্ট টাউন স্কুলের পক্ষ থেকে সবাইকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়। তাছাড়া আগামী সোমবার কিন্টারগার্টেন ইয়ার্ড হয়ে স্কুলে প্রবেশ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল মিস্টার হারপ্রিত গোমেন।

 

শেয়ার করুন