ইতালীতে বাংলাদেশী কমিউনিটির দৃষ্টি আকর্ষণ

অলিউদ্দিন শামীম, ইতালীঃ

ইতালীতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী Matteo Salvini বিদেশীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যার প্রমান, বিশেষ করে আমার দৃষ্টিগোচর হচ্ছে চাকুরীর সুবাধে প্রায় সময় বাংলাদেশী কমিউনিটির interpreter এর কাজে স্থানীয় প্রশাসন জালালাবাদ এসোসিয়েন ইতালীর পক্ষ থেকে আমাকে ডাকে। বর্তমানে আমার দৃষ্টিগোচর হচ্ছে পূর্বের তুলনায় অনেক কঠোর অবস্থানে আছে স্থানীয় সকল প্রশাসন। পূর্বে কোন বাংলাদেশী নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে পার্শ্ববর্তী থানায় গিয়ে মামলা করলে পরবর্তিতে নিজেদের মধ্যে সমঝোতায় আসলে আবার সাথে সাথে থানায় গিয়ে যদি বলেন, “আমরা নিজেরাই সমঝোতায় করে নিয়েছি” তখন প্রশাসন দুই পক্ষের কথা শুনে ওখানেই সমাপ্তি করতেন। কিন্তু, বর্তমানে তাহা করা আর কিছুতেই সম্ভব না এজন্যই interpreter ডাকে যাতে ভালভাবে বুজে শুনে মামলা করতে হবে যা পরবর্তিতে প্রত্যাহার করা যাবেনা, যার কারণে মামলা কোর্ট পর্যন্ত গড়াবে এবং দোষীব্যক্তিকে যতাযত সাজাভোগ করতে হবে। এখানে একটা ব্যাপার লক্ষনীয় যে, পূর্বে প্রশাষণ মামলা নিতে গড়িমশি করত কিন্তু বর্তমানে মামলা নিতে খুব বেশি আগ্রহী, যাহারা অবৈধ অভিবাসী তাদের সঠিক বাসস্থান ও চলাফেরার স্থান জানতে পুলিশ প্রশাসন খুব বেশি তৎপর। এতেই প্রশাসনের মনোভাব বুঝা যায় তারা যেকোন অজুহাতে অবৈধ অভিবাসীদেরকে গ্রেফতার করে নিজ নিজ দেশে প্রেরণ করার পায়তারা করছে।

অতএব, আমি সকল বাংলাদেশী অভিবাসীদেরকে বলবো, নিজেদের শারীরিক শক্তির অপব্যবহার না করে শালীনতা বজায় রেখে চলাফেরা করার জন্য আপনাদের দুই একজনের জন্যে যাতে পুরো বাংলাদেশী কমিউনিটির তথা বাংলাদেশের মানক্ষুন্ন না হয়, আমরা বাংলাদেশীরা বহিঃর্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি প্রত্যেকেই দেশের দূত হিসেবে যেখানে আমাদের কাজেকর্মে বিদেশের মাঠিতে বাংলাদেশের মানসম্মান অক্ষুন্ন থাকবে সেখানে হিতে বিপরিত, আমরা শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে কাটাকাটি হানাহনিতে ব্যস্থ! এজন্য আমি সবাইকে সতর্কভাবে চলাফেরা করার জন্য পরামর্শ দিচ্ছি, অন্যথায় কেউই শারীরিক শক্তি বা অপশক্তি প্রয়োগ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী Matteo Salvini এর হাত থেকে রক্ষা পাবেন না, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খেয়াল করে চলাফেরা করবেন, ধন্যবাদ সবাইকে।

অলিউদ্দিন শামীম,  সভাপতি – জালালাবাদ এসোসিয়েশন, ইতালী

বিজ্ঞপ্তি

শেয়ার করুন