জুড়ি’র বহুল আলোচিত হত্যা ও ধর্ষণ মামলার আসামী দেলওয়ার গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বহুল আলোচিত ধর্ষণ, হত্যা মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসাইন (৩৩) কে রবিবার (১৮ নভেম্বর) রাত গভীর রাতে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ কালে অপর পলাতক আসামী বাবলু ঘটনার সহিত জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

পুলিশ জানায়, জুড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরকার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বাছিরপুর এলাকা হতে মোঃ বদরুল হোসেনকে গ্রেফতার করেন। ১৯ নভেম্বর সোমবার তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়।

 

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মৃত ফয়জুর রহমানের মেয়ে ফারজানা জান্নাত রিমা (১৩) কে পাশবিক নির্যাতনের পর গলাটিপে হত্যা করা হয়। এ ঘটনায় জুড়ী থানায় মামলা (নং ০৭ তাং ২৫/১০/১৮) দায়ের করা হয়।

দেলোয়ার জুড়ি পূর্ব-বাছিরপুর গ্রামের মৃত নশু মিয়ার ছেলে ও তার বন্ধু পলাতক আসামী বাবলু বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সফরপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

জুড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন