রেল লাইন পাশ থেকে পরিচয়হীন লাশ উদ্ধার মৌলভীবাজার প্রতিনিধিঃ

 

সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা বস্তি নামকস্থানে রেল লাইন পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর (২৪) লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সাতগাঁও এলাকার ছনখলা বস্তির চা বাগান সংলগ্ন থেকে লাশ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি আব্দুল আলীম  এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলে, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে রেললাইনে পাশে ফেলে গেছে। তবে যুবতীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
তার মাথায় আঘাতের চিহৃ ও মুখ মন্ডলে পোড়া মবিল লাগানো।

শেয়ার করুন