তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়।
জানা গেছে, ফেনী জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এ দিনের কার্যক্রম শুরু হয়। এরপরে চট্টগ্রাম বিভাগ, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
আরো জানা গেছে, আগামীকাল বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে।
এর আগে গত ১৮ নভেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দ্বিতীয় দিন বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন স্কাইপির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপি বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার তারেক রহমান এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারছেন না।
তবে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবর এসেছে তারেক রহমান বিকল্প ব্যবস্থায় প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছেন।