খ ম জুলফিকারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার ৯জন ভুয়া পিইসি পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা শেষে হল রুম থেকে বের হওয়ার সময় শ্রীমঙ্গল শহরতলীর সুনগইড় আনন্দ স্কুল, মুসলিমবাগ শাপলা আনন্দ স্কুল ও মুসলিমবাগ আনন্দ স্কুল’র ৯জন ভুয়া পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বিমান বর্ধন ও হল সুপারের উপস্থিতিতে সাংবাদিকরা সনাক্ত করেন। বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সনাক্ত হওয়া ভুয়া পিইসি শিক্ষার্থীরা হলো: আকাশ মিয়া (রোল নং: ৪৫৭১), মনির হোসেন (৪৬২৪), ইমরান হোসেন, (৪৫৭৩) শাহেদ মিয়া (৪৫৭০), নুর আলম (৪৫৮৪), সাহেদ মিয়া (৪৫৮৬), রওসন আরা (ম ৪৫৮২), ইভা আক্তার (ম ৪৬৩৩), ফাহমিদা ইসলম (ম ৪৫৭৯)।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, “এ বিষয়টি আমি শুনেছি এবং খুব দ্রুত প্রয়োজনী পদক্ষেপ নেয়া হবে।“