শ্রীমঙ্গলের মানবাধিকার কর্মী আফছার আহমেদ ছবদর আর নেই

এম এ রকিব:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের মানবাধিকার কর্মী আফছার আহমেদ ছবদর আর নেই। তিনি মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা বিআরবি (গ্যাস্টলিভার) হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যান। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।
আফছার আহমেদ শ্রীমঙ্গল কলেজ রোডের বাসিন্ধা এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা দায়িত্বে ছিলেন।
তারপাশাপাশি সংগঠনের সিলেট বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। তিনি সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ও শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি, কানাডা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পেপার জালালাবাদবার্তা ডটকমের বাংলাদেশ প্রধান মো.সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সহ সম্পাদক ইমাম হোসেন সোহেল, নয়া দিগন্ত পত্রিকার এম এ রকিব প্রমুখ।

শেয়ার করুন