শ্রীমঙ্গল ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

 

মৌলভীবাজার প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন এর সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.জাহাঙ্গীর আলম সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, ব্র্যাক জীবিকায়ন প্রকল্পে উপজেলা ম্যানেজার মো. আব্দুল হাই খান।
মাঠ পর্যায়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর বড়ছড়া পানি সম্পদ ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক শেখ সবুজ আলম, আশিষ ডিউ প্রমুখ।
অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন