লেবাননে প্রবাসীদের নির্বাচন প্রচারনা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আহমদ আলী মুকিব

শেখ নিজামুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা দেশে পরিবারের সদস্যকে ভোটের দিন সবাই যেন ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দিতে প্রস্তুত থাকেন লেবাননে সকল নেতাকর্মীদের দেশে ফোন করে পরিবারের সদস্যকে বলার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব।

বৃহস্পতিবার, নভেম্বর ২২,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন হাইমুস ও জামুন শাখার উদ্দোগে লেবাননে প্রবাসী নির্বাচন প্রচারনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ আলী মুকিব। এসময় প্রবাসীদের জন্যে একটি প্রচার পত্র বিলি করা হয়। মুকিব বলেন,”নির্বাচনের দিন শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করবো। বুকে বুক বেঁধে লড়াই করবো। ৩০ ডিসেম্বরের পর থেকে দেশে স্বাধীন মানুষের পতাকা উড়বে। সুযোগ একটা এসেছে। হাত-পা বেঁধে রাখার মধ্যেও আমাদের এগুতে হবে। নির্বাচনে আমাদের সকল অস্ত্র নিয়ে নামতে হবে, আর সেই অস্ত্র হলো ভোটের অস্ত্র। প্রতিরোধের দেয়াল তৈরির বিকল্প নেই, জনগণকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে। এটা বাঁচা-মরার সংগ্রাম।“ দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে মুকিব বলেন, “আপনারা এবার প্রবাস থেকে ঘরে ঘরে গ্রামে গ্রামে টেলিফোনে মানুষের সঙ্গে কথা বলুন। সরকারের দুঃশাসনের কথা মানুষকে জানান। মনে রাখবেন, এই নির্বাচনে যাওয়া আমাদের আন্দোলনেরই অংশ। এই নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী, আপোষহীন নেত্রীকে মুক্তি করে আনতে হবে।“

শেয়ার করুন