রাজনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক যায়যায়দিন ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসাইন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

২৫ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টায় রাজনগর বাজারে অতর্কিত সন্ত্রাসী হামলায় তিঁনি গুরুতর আহত হন। আহতবস্থায় স্থানীয়রা তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর বর্তমান অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। প্রকাশিত কোনও একটি সংবাদের জের ধরে এ হামলা হয়ে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক হাসপাতালে তাঁকে দেখতে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

শেয়ার করুন