মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের আনন্দ প্রকাশ

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদকে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ-উল্লাস প্রকাশ করেছে।
২৬নভেম্বর সোমবার দুপুরের ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় শেরপুর চত্বরে আসলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় নেছার আহমদ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
পরে তিনি হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) মাজার জিয়ারত শেষে সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
এসময় জেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, আকিল আহমদ, আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন