কুলাউড়ায় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরের বিশাল শো-ডাউন

 

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ঢাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সভাপতি সাবেক আওয়ামীলীগের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে সহ¯্রাধিক লোক তাকে স্বাগত জানান।

২৬ নভেম্বর সোমবার মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ঐক্যফ্রন্টের প্রার্থী হবার পর থেকে ভোটারদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপি’র দুটি গ্রুপ কোন্দল ভুলে এক কাতারে মিলিত হয়ে সুলতান মনসুরকে স্বাগত জানায়। সুলতান মনসুরকে স্বাগত জানাতে আওয়ামীলীগের অনেক নেতা কর্মীকেও দেখা যায়। বিএনপি’র নেতা কর্মীরা বলেন সুষ্ঠ ভোট হলে আর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এখানে সুলতান মনসুর লক্ষাধিক ভোটে নির্বাচিত হবেন। সুলতান মনসুর বলেন এটা নির্বাচনী শো-ডাউন নয়, জনগণ ভালবেসে জড়ো হয়েছে। তিনি বলেন জনগণ পাশে থাকলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

শেয়ার করুন