মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন পেলেন সুলতান মনসুর

জ্যেষ্ঠ প্রতিবেদক :: মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগ নেতা ছিলেন।  ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থী হিসেবে তার নাম প্রকাশ পায়।  এরপর দলে তিনি কোণঠাসা হয়ে পড়েন। বিএনপি ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট প্রক্রিয়ার শুরু থেকেই জড়িত ছিলেন তিনি।

শেয়ার করুন