মৌলভীবাজার চারটি আসনে ২৭জনের মনোনয়ন দাখিল

 

সাইফুল ইসলাম:

মৌলভীবাজারে ৩ (সদর ও রাজনগর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। তার মধ্যে একজন প্রার্থী মৌলভীবাজার ৪ আসনের। বাকি ৯জন মৌলভীবাজার ৩ আসনের প্রার্থী। বুধবার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.তোফায়েল ইসলামের কাছে দলীয় নেতাকর্মী নিয়ে পৃথক দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি মো. নেছার আহমদ।

বিএনপির দুইজন প্রার্থীর মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও আরেকজন তার স্ত্রী রেজিনা নাসের।
বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী। বাসদের প্রার্থী মো. মগনু মিয়া। জাসদের প্রার্থী মো. আব্দুল মছব্বির। খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল ।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে গণ ফোরামের প্রার্থী অ্যাড শান্তিপদ ঘোষ।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মো: আসলাম, বিএনএফ এর আশা বিশ্বাস।

 

মৌলভীবাজার-৪ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো.নজরুল ইসলামের কাছে দলীয় নেতাকর্মী নিয়ে পৃথক দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তারা হলেন, আওয়ামীলীগের প্রার্থী সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, ধানের শীষ প্রতীকে বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও তার ছেলে মুহিত আশিক চিশতি। ইসলাম আন্দোলন বাংলাদেশে মো.সালাউদ্দিন আহমদ।

মৌলভীবাজার ১ জুড়ী-বড়লেখা আসনে ৬জন প্রার্থী।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বিএনপির দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একজন সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিন আহমদ এমপি। ইসলাম শাসনতন্ত্র আন্দোলনের মো.গিয়াস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহমেদ রিয়াজ , আমিনুল ইসলাম (জামায়াত নেতা) সতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার -১ ,কুলাউড়া আসনে ৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এর সাবেক ডাকসুর ভিপি এবং সাবেক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুর আহমদ।
সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি বিকল্প ধারার থেকে নৌকা প্রতীকে এম এম শহীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বর্তমান আওয়ামীলীগের এমপি আব্দুল মতিন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মতিউর রহমান। ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসেন রাহমানী, বাংলাদেশ বিল্পবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রশান্ত দেব সানা, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকে অ্যাড মাহবুবুল আলম শামীম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন