মৌলভীবাজার ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ !

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় স্থানীয় মাছের বাজারে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে।
শুক্রবার দুপুরে বাজারে মাছটি বিক্রির জন্য রাখা হলে ক্রেতাসহ বিপুলসংখ্যক উৎসুক জনতা দেখতে আসেন।
স্থানীয়ভাবে ‘বাঘ মাছ’ নামে পরিচিত বিশাল মাছটি বিক্রির জন্য ৪২ হাজার টাকা দাম হাঁকান মৎস্য ব্যবসায়ী রুকন।
কিন্তু কাঙ্খিত দামে একক ক্রেতা না পেলেও সন্ধ্যার পর মাছটি কেটে এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান।
৩০ নভেম্বর শুক্রবার ভোরে সরকার বাজার সাদীখাল নদীতে জেলেদের জালে ধরা পড়ে এই মাছটি। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় সরকার বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে অনেকে বাজারে এসে বিশাল আকারে মাছটি দেখার পাশাপাশি দরদাম করেন। বাজারে মাছের দাম হয়েছে ২০হাজার টাকা।
তবে স্থানীয় শেরপুর এলাকার মৎস্য ব্যবসায়ী রুকন জানান, শুক্রবার ভোর রাতে সাদীখাল নদীতে জালে ধরা পড়ে ৪৫ কেজি ওজনের ‘বাঘ মাছ’। আমি এই মাছটি বিক্রির জন্য সরকার বাজার নিয়ে আসি। তার আগে মাইকিং করা হয়েছে বাজারে।

 

শেয়ার করুন