খ ম জুলফিকারঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় সেনাবাহিনীর গাড়ি চাপায় এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত দুরুদ মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা শহীদ উল্লাহর পুত্র।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার টিলাগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) বিকেলে সেনাবাহিনীর একটি গাড়ি কুলাউড়ার দিকে আসার পথে টিলাগাঁও বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা দুরুদ মিয়া তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় গাড়িটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্থানীয় ব্রাহ্মণবাজার মুসলিম এইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আহত দুরুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুরুদ মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা মোবাইল ফোনে জালালাবাদবার্তা.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।