জালালাবাদবার্তা.কমঃ
বিজয় দিবসের পরদিন থেকে কানাডার টরন্টোতে কনসুলার সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়।
এর ফলে টরন্টো ছাড়াও অন্টারিও, সাচকাচোয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত বাংলাদেশী অভিবাসী এবং নাগরিকরা কনসুলার সেবার আওতায় আসবেন বলে কনসাল জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে বলে বিডিনিউজ২৪.কম এ প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে এ কনসুলেট থেকে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র, ভিসা, নো-ভিসা, সত্যায়িতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি, এনডোর্সমেন্ট এবং অভিবাসন সংক্রান্ত পরামর্শ সবা পাওয়া যাবে।
ঢাকার অভিবাসন এবং পাসপোর্ট অধিদপ্তর এ কনসুলেটে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা এবং ই-পাসপোর্ট সেবা চালুর জন্যও কাজ করছে। বর্তমান সরকারের সময়ে এটি হবে বিদেশে চালু হওয়া বাংলাদেশের অষ্টাদশ নতুন মিশন।
বাংলাদেশ কনসুলেটের ঠিকানা: ১৫০৫-২২৩৫ শেফার্ড এভিনিউ ইস্ট, এট্রিয়া ২, টরন্টো, অন্টারিও এম২জে৫বি৫, কানাডা। সুইচবোর্ড: +১-৬৪৭-৮১২-২৭৯১-২।
সপ্তাহের সোম থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে কনসাল জেনারেল নাইম আহমেদের কার্যালয়। তবে সেবা দেওয়া হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা।
শনি ও রোববার সাপ্তাহিক ছুটি ছাড়াও কানাডার সরকারি ছুটির দিনগুলোতে কনসুলেট বন্ধ থাকবে।
সুত্রঃ বিডিনিউজ২৪.কম