মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের একাটুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিভা মেধা প্রকল্পের অর্থায়নে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মকিস মনসুরের ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন- মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রদান অতিথি সৈয়দা সায়রা মহসীন।
বৃটেনের কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, একাটুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবনী দাস।
এছাড়াও স্থানীয় মুরব্বী ও এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।