কানাডার টরন্টোতে জেনারেল ওসমানী স্মৃতি পরিষদের কমিটি গঠন

জাকারিয়া চৌধুরী, টরন্টোঃ

জেনারেল ওসমানী স্মৃতি পরিষদের কানাডা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১ ডিসেম্বর২০১৮) কানাডার টরন্টো শহরের ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মঈন চৌধুরী। জাকরিয়া রশিদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা মাহবুবুর রব চৌধুরী। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল মোছাব্বির, এস আর চৌধুরী রেশাদ, আহাদ খন্দকার ও আখলাক হোসেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন,ডঃ সিরাজুল হক চৌধুরী,রশাহ গোলাম মহিউদ্দিন, আবদুল মান্নান, ফিরোজা আজীজ, মকবুল হোসনে মঞ্জু, মোস্তাফিজুর রহমান, সাব্বির বখতিয়ার, মোহাম্মদ মোস্তাফা খান, সৈয়দ ইকতিয়ার আহমদ, রেজাউল হক, এম এ মালিক, সালমা আক্তার, লুৎফুন নেছা, জাহানারা খানম, রফিতা হাকিম, রানী হক প্রমূখ।

সভায় কাউন্সিল অব কানাডা কর্তৃক এ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকারকে ফুল দিয়ে বরণ করা হয়। আরো ফুল দিয়ে বরণ করা হয় সাবেক চেয়ারম্যান আব্দুল মোছাব্বির ও মৌলানা ভাসানী পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি জনাব আখলাক হোসেনকে। সভায় মহান মুক্তিযুদ্ধের মহিলা মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এছাড়া সভা শেষে ২০১৯ ও ২০২০ সালের জন্য দুই বছর মেয়াদের ওসমানী স্মৃতি পরিষদের ৭১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন, সভাপতি আরিফ আহমদ, নির্বাহী সহ-সভাপতি ডঃ সিরাজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাকরিয়া রশিদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক সনজিৎব রায়, কোষাধ্যক্ষ রেজাউল হক, প্রচার সম্পাদক বাবলু চৌধুরী। পরবর্তীতে ৭১ সদস্য বাংলা পএিকার মধ্যমে প্রকাশ করা হবে।

শেয়ার করুন