খ ম জুলফিকারঃ
মৌলভীবাজারের বড়লেখায় এক তরুণীর (২০) অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুমিত বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ ডিসেম্বর (রবিবার) পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠালেও আজ বুধবার (০৫ ডিসেম্বর) ঘটনাটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছে পুলিশ।
সুমিত উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মৃত রাকেশ বিশ্বাসের ছেলে। ওই তরুণীর (২০) বাড়ি বড়লেখা উপজেলায়।
পুলিশ সূত্র জানিয়েছে, পরিচয়ের সূত্র ধরে সুমিত বিশ্বাসের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যেতেই তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এর পরই মেয়েটিকে ফাঁদে ফেলার পরিকল্পপনা করে সুমিত। পরিকল্পনা অনুযায়ী সে মেয়েটির কিছু অশ্লীল ছবি মুঠোফোনে সংগ্রহ করে। পরে সুমিত ফেসবুকে একটি ফেক আইডি খুলে ছবিগুলো ছড়িয়ে দেয়। একইভাবে ইমো-তে একাউন্ট খুলে সে মেয়েটিকে ভয়ভীতি দেখাতে থাকে। নিরুপায় হয়ে মেয়েটি থানায় গিয়ে জিডি করে। জিডির পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার উপ-পরির্দশক (এসআই) মিন্টু চৌধুরী প্রযুক্তির সহায়তায় গত ০২ ডিসেম্বর সুমিতকে গ্রেফতার করতে সক্ষম হন। ওইদিনই মেয়েটি সুমিতকে আসামি করে থানায় একটি মামলা (নং-০১) করেন। ওই মামলায় সুমিতকে গ্রেফতার দেখিয়ে পরদিন ০৩ ডিসেম্বর আদালতে নেওয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরির্দশক (এসআই) মিন্টু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বুধবার (০৫ ডিসেম্বর) বলেন, “মেয়েটি থানায় জিডি করেছিল। পরে প্রযুক্তির সাহায্যে সুমিতকে আমরা ধরতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”