এ পর্যন্ত সিলেট বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে ২০৬টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এসব আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।  তার মধ্যে আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট বিভাগের ১৯টির মধ্যে ১০টি আসনে চূড়ান্ত প্রার্থী দিয়েছে বিএনপি।

বাকি ৯৪টি আসন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিকদের জন্য ছাড়ছে বিএনপি। তাদের তালিকা আগামীকাল শনিবার (৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

শুক্রবার রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন-
সিলেট-৩: শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪: দিলদার হোসেন সেলিম, হবিগঞ্জ-৩: বিএনপির জি কে গউছ, সুনামগঞ্জ-১: নজির হোসেন, সুনামগঞ্জ-২: নাসিরউদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪: ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫:মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-১: নাসিরউদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৩: নাসের রহমান, মৌলভীবাজার-৪:মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন