-
নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে। সিলেট বিভাগের ১৯ আসনের কোনটিতেই জোট শরিক জামায়াতে ইসলামিকে শেষ পর্যন্ত ছাড় দেয়নি বিএনপি। সিলেটের আসনগুলোর মধ্যে অন্তত দুটি আসন পেতে জোর দেনদরবারে ছিল নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো জামায়াত। কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াইয়ে আসা যুদ্ধপরাধে অভিযুক্ত দলটির নেতারা চেষ্টা তদবির করেও ভাগাতে পারেননি সিলেটের কোন আসন।
শুক্রবার পর্যন্ত ঐক্যফ্রন্টের মনোনয়ন দৌঁড়ে এগিয়ে গিয়েছিলেন সিলেট-৫ ও সিলেট-৬ আসনের দুই জামায়াত নেতা। তবে শেষ পর্যন্ত তাদেরকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি বিএনপি।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে মনোনয়ন পেতে এগিয়ে ছিলেন জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের মাওলানা হাবিবুর রহমান ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছেন, শুক্রবার পর্যন্ত এমন খবরই ছিল। তবে শনিবারই তা বদলে যায়। এই আসনে নিজেদের ঘরেই রেখেছে বিএনপি। ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরীকে বেছে নিয়েছে দলটি।
বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা হলেন- সিলেট-১ খন্দকার মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪ দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬
ফয়সল আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ-১ নজির হোসেন, সুনামগঞ্জ-২ নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আপসিয়া, সুনামগঞ্জ-৫ মিজানুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ সুলতান মনসুর, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মজিবুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আব্দুল বাছিত, হবিগঞ্জ-৩ জি কে গউস, হবিগঞ্জ-৪ মাওলানা আব্দুল কাদির।
সিলেট বিভাগে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেন যারা
শেয়ার করুন