মৌলভীবাজার ৪, (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ভোটারদের মাঝে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে এবং আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষে মত-বিনিময় ও কর্মীসভাসহ ইতোমধ্যে উঠান বৈঠক

সাইফুল ইসলাম.

মৌলভীবাজার- ৪, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে চা বাগান ও হাওর এলাকার বিভিন্ন গ্রামে সরকারে উন্নয়ন ও সাফল্য ও আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে এবং আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষে মত-বিনিময় ও কর্মীসভাসহ ইতোমধ্যে উঠান বৈঠক করেছেন পাঁচবারের সাংসদ, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। 

তিনি তার নমিশন পত্র হাতে পেয়েই নৌকাকে বিজয়ী করতে  দুইটি উপজেলার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)  শহর ও শহরতলীতে নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে বৈঠক অব্যাহত রয়েছে।  

 

শ্রীমঙ্গল উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, শহরতলীর আশিদ্রোন,রাজঘাট চা বাগান, কালাপুর ইউনিয়ন,মির্জাপুর, ভূনবীর ইউনিয়ন। 

কমলগঞ্জ উপজেলার আদমপুর,ভানুগাছ বাজার, মুন্সিবাজার,শমশেরনগর, আলিনগর এলাকায় নারী ও পুরুষদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। কমলগঞ্জ ৭নং আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে ইউনিয়নের গত শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মাখন লাল কর্মকার  ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরী। 

 

এদিকে সদর ইউনিয়নের বিরাইমপুর এলাকাবাসীর পক্ষ থেকে নারী ও পুরুষ নিয়ে  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল  উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ,আওয়ামীলীগ নেতা মো. ইউসুফ আলী,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. এলাইছ মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ,পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহিন, যুক্তরাজ্য কভেন্ট্রি যুবলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক তালুকদার রায়হান,,আবু তালেব বাদশা, শেরজান সেজু,পরিবহন নেতা ময়না মিয়া,ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজু দেব রিটন,পৌর সাধারণ আবেদ হোসেন,রহিম মিয়া,আশিষ দেবনাথ নকুল প্রমুখ।

শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া মাদ্রাসার শিক্ষক মো.ফখরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার। শিক্ষা ক্ষেত্রে এই সরকারের অবদান খুবই বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষায় স্বশিক্ষিত হয়েছেন। প্রত্যন্ত এলাকা যেমন চা বাগানে স্কুল স্থাপন করেছে এই সরকার। তাই আবার আমরা নৌকা ভোট দিয়ে এই সরকারকে বিজয়ী করবো।’

পাঁচবারের এমপি আব্দুস শহীদ বিভিন্ন সভায় আরও বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। সুখি দেশ দেখতে চাও নৌকা মার্কা ভোট দাও। আওয়ামীলীগের পতাকা তলে সকলে মিলে কাজ করার আহবান জানান। 

শেয়ার করুন