মৌলভীবাজার প্রতিনিধি ::
কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন স্লোগান দিলেন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত কর্মী সভায় অংশ নিয়ে তিনি এ স্লোগান দেন। এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ও তৃনমূলের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মহাজোটের প্রার্থী দাবী করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরকে ইঙ্গিত করে এম এম শাহীন বলেন-‘সামান্য ফুটবল নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করিয়েছি দুইবার। আমি আজ যে শক্তি, সাহস আওয়ামীলীগ থেকে পেয়েছি তা দিয়ে আগামী ৩০ ডিসেম্বর প্রমাণ করে দিব কে সত্য, আর মিথ্যা।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বর্ধিত সভায় উপস্থিত আ’লীগের নেতা-কর্মীদের সহযোগীতা চান সাবেক এ সাংসদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আজ বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১১ থেকে শুরু হওয়া বর্ধিত কর্মীসভা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বর্ধিত কর্মীসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েলের যৌত সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক আলহাজ¦ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহাজান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, লন্ডন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হাসান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট বিএমএ সভাপতি ড. রুকন উদ্দিন, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আজিজুর রহমান উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, কুলাউড়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফুর রহমান, টিলাগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, পৌর যুবলীগের আহব্বায়ক শাহীন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক প্রভাষক আফজাল রশিদ খান শিবলু, ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি।