মৌলভীবাজার -১ : জুড়ী-বড়লেখা হেভিয়েট প্রার্থী হুইপ মো. শাহাব উদ্দিনের সাথে বিএনপির নতুন মুখ নাসির উদ্দিন আহমেদ মিঠু হলনামা এই দুই প্রার্থী সম্পদের হিসাবে যা বললেন…

সাইফুল ইসলাম.

মো.শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১) জুড়ী-বড়লেখা আসনের আ.লীগ প্রার্থী ও নাসির উদ্দিন আহমেদ মিঠু বিএনপি প্রার্থী । এই দুই প্রার্থী মাঠে ভোটের লড়াইয়ে থাকবেন।
তবে নতুন মূখ হিসেবে হুইপ শাহাব উদ্দিনের সাথে প্রতিদ্বন্দিতায় প্রথমবারের মতো সংসদীয় প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাসির উদ্দিন আহমদ মিঠু নিজস্ব সম্পদ বেশি রয়েছে ।
এই দুই প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে ২০১৮ সালের নির্বাচনে দাখিল করা হলফনামা তুলনা করে এ তথ্য পাওয়া গেছে।
 মো.শাহাব উদ্দিনের হলফনামার তথ্যে বলা হয়েছে, তার স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৬০ টাকা। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ২২লাখ ৭১ হাজার ৯০০। স্ত্রীর নামে ব্যাংকে জমাকৃত টাকা হল ৯৯ হাজার ৬০০। নগদ ২ লাখ টাকা। বাস ট্রাক মটরগাড়ী ও মটরসাইকেল ১টি জীপ গাড়ী ও ল্যান্ডকোজার ইত্যাদী ৭৪ লাখ টাকা। ১ লাখ ২০ টাকা মূল্যের ১টি পিস্তল,একটি একনলা বন্দুক, ইলেকট্রনিকসামগ্রী ও আসবাব রয়েছে।
হলফনামা অনুযায়ী মো.শাহাব উদ্দিনের কোনে ব্যবসা নাই। কৃষিখাতে বছরে আয় ৫০ হাজার টাকা। চাকুরী ৫ লক্ষ টাকা। কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ১২ কেদার পৈত্রিক মূল্য ১ লক্ষ টাকা। আর ক্রয়সূত্রে ঢাকা উত্তরায় ২৯ সেক্টরে প্লট মূল্য ৩২ লক্ষ ৩৯হাজার ১০০ টাকা। বাড়ি ও অর্জনকালীন সময়ে আর্থিক ৮ ভাগের ১ অংশ মূল্য ১৫ হাজার টাকা।

নবম জাতীয় নির্বাচনে হলফ নামায় উল্লেখ করেছেন, কোনো ব্যবসা নাই। অস্থাবর সম্পতি কৃষিখাতে বৎসরিক আয় ১৮০০০ টাকা। নিজ নামে ১৫ হাজার টাকা। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৪ লক্ষ ৮৫ হাজার ৬৫৩ টাকা। স্বর্ণ ও অন্যান্য ২০ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী ১টি টিভি ২০ হাজার টাকা। বিবাহসূত্রে আসবাবপত্র ৪০ হাজার টাকা। ১টি পিস্তল ৪০ হাজার ৪৬০ টাকা ও ১ নলা বন্দুক ৭ হাজার টাকা।
স্থাবর সম্পত্তি: নিজ নামে অর্জনকালীন সময়ে কৃষি জমি ১.৯১ একর ও যৌথ ১২ শতক মোট আর্থিক মূল্য ১ লাখ টাকা।
অকৃষি অর্জনকালীন সময়ে ঢাকা উত্তরায় অরেজিষ্টিকৃত ৩ কাঠা ৯ লাখ টাকা । প্রবাসী ভাইদের নিকট পাওয়া ব্যাংকে রক্ষিত ৪ লাখ ৮৪ হাজার ৬৫৩ টাকা। আতœীয় স্বজন সেচ্ছাপ্রণোদিত দান হিসাবে প্রাপ্য অর্থ ২ লাখ টাকা আছাদ উদ্দিন ইংল্যান্ড প্রবাসী,৫ লাখ টাকা কপিল উদ্দিন কাতার প্রবাসী,৩ লাখ টাকা মইজ উদ্দিন আমেরিকা প্রবাসী,৫ লাখ টাকা ইংল্যান্ড প্রবাসী।

বিএনপির নতুন মূখ নাসির উদ্দিন আহমেদ মিঠু

নাসির উদ্দিন আহমদ মিঠু জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে জিআর ০৭/১৫ মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা আছে।
অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ হলফনামায় উল্লেখ করেছেন নাসির উদ্দিন আহমদ মিঠু। হলফনামায় নাসির পেশায় ‘চা বাগান,চা প্রস্তুত,ডেভেলপার,সিকিউরিটি সার্ভিস এবং আমদানী ও রপ্তানী ব্যবসায়ী’ উল্লেখ করেছেন। কৃষিখাতে তার বার্ষিক আয় ৭৫ হাজার টাকা।
কৃষিখাতে জমির পরিমাণ ৭২০ শতাংশ, যার আর্থিক মুল্য ৬০ লাখ টাকা। অকৃষি জমি ১৮০ শতাংশ, আর্থিক মূল্য ৯০ লাখ টাকা আর স্ত্রীর নামে ১২৫ শতাংশ, আর্থিক ১০ লাখ টাকা। জুড়ীতে চারতলা দালান নিজ নামে আবাসিক ও বাণিজ্যিক আর্থিক মুল্য ২৫ লক্ষ টাকা ও ঢাকা সেন্টাল রোড, ঢাকা ৬ তলা দালান (অংশিদার) ১টি আর্থিক মূল্য ১ কোটি ৫২ লক্ষ ৩০ হাজার ২৫৭ টাকা।
রাবার বাগান,চা বাগান ও মৎস্য খামার ইত্যাদী ১ কোটি টাকা। আর স্ত্রীর নামে ৫০ লক্ষ টাকা।
তবে তিনি ন্যাশনাল ব্যাংক ইমামগঞ্জ শাখায় সিসি হিসাব ৩ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ১০৬ টাকা ও স্টান্ডার্ড চার্টাড ব্যাংকে ৪৫ লাখ ,লংকাবাংলা ফাইনান্স লি: লোন হিসাব ২২ লাখ ১৮ হাজার টাকা দেনা থাকার কথা উল্লেখ করেছেন।
এছাড়া তার বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া ৯ লাখ ৮৩ হাজার ৪৭ টাকা ও শেয়ার সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ২ লক্ষ ৮৯হাজার ৩৬৬ টাকা। প্রার্থী ওপর নির্ভরশীলদের আয় ৬ লক্ষ ৮৩ হাজার ৮২০ টাকা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিতোষক ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
অস্থাবর সম্পদের পরিমাণ ৩৪ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা। স্ত্রীর নামে ৮ লাখ ১০ হাজার ৩৩৩ টাকা। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ লাখ টাকা, স্ত্রীর নামে ৫৫ হাজার ৮৪০ টাকা। বন্ড,ঋণপত্র,স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার ( পরিমাণ ও অর্জনকালীন সময়ের মূল্যসহ) ৫২ লাখ ৫০ হাজার টাকা আর স্ত্রী নামে ১৩ লাখ ৭৫ হাজার টাকা।
বাস,ট্রাক,মটরগাড়ী ও মটরসাইকেল ইত্যাদী বিবরণী ৩১ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা আর স্ত্রীর নামে মিটসুয়াকা কার ১টা ২১ লাখ ৪১ হাজার ৯৪ টাকার গাড়ি, স্বামী/স্ত্রীর নামে ১ লাখ ৩০ হাজার টাকার আসবাব, স্বর্ণালংকার নিজ নামে ২৫ হাজার টাকা আর স্ত্রীর নামে ১ লাখ ৫০ হাজার টাকা। ১ লাখ ৬৫ হাজার টাকার স্বামী/স্ত্রীর নামে ইলেকট্রনিকসামগ্রী রয়েছে।
হলফনামার শিক্ষাগত যোগ্যতার তথ্যে মো.শাহাব উদ্দিন ‘বি এ ’ এবং নাসির উদ্দিন আহমেদ মিঠু ‘¯œাতক’ উল্লেখ রয়েছে। তার মধ্যে নতুন মূখ হিসেবে ওই বিএনপির প্রার্থী নাসির।

শেয়ার করুন