সাইফুল ইসলাম:
প্রার্থিতা প্রত্যাহারের দিনে সারাদেশের বিভিন্ন আসনের অনেক বৈধ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে নির্বাচনে নিজেদের লড়াইয়ের মাঠ ও প্রার্থী চূড়ান্ত করেছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোটগুলো। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও চূড়ান্ত হয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে নিজেদের প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানিয়েছে।
এরই আলোকে আজ (সোমবার ১০ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। আর এর মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ও ভোটযুদ্ধ শুরু হবে।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি জোটের বেশকিছু নিবিন্ধত রাজনৈতিক দল জোটের প্রতীক হিসেবে নৌকা ও ধানের শীষে ভোট করার পাশাপাশি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করছে। আবার আসন বণ্টনে স্থান না পাওয়া জোটের কিছু নিবন্ধিত দলও নিজেদের প্রতীকে ভোট করবে।
১৪ দলীয় জোটের শরিক হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন ভাগাভাগিতে পেয়েছে ৩টি আসন। এই তিনটিতে দলটির প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন বলে ইসিকে জানিয়েছে দলটি। এ ছাড়াও দলটির পক্ষ থেকে আরও ৫ জন প্রার্থী তাদের দলের প্রতীক মশাল মার্কায় নির্বাচন করবে বলে ইসিকে জানানো হয়েছে। এ দলের ময়মনসিংহ-৬, ব্রাহ্মণবাড়িয়া-৫, গাইবান্ধা-৩, রংপুর-২ ও বরিশাল-৬ আসনে মশাল প্রতীক বরাদ্দ দিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে বিকল্প ধারা বাংলাদেশ এক চিঠিতে মাহী বি. চৌধুরীসহ ৩ জন নৌকা ও বাকি ২৫টি আসনের প্রার্থীকে কুলা প্রতীক দেওয়ার কথা জানিয়েছে।
এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পাঁচটি আসনে দলের প্রার্থীকে হুক্কা প্রতীক দিতে চিঠি দিয়েছে। দলের সাধারণ সম্পাক খন্দকার লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে দিনাজপুর-১ আসনে মো. আরিফুর ইসলাম, ঢাকা-১৮ এস এম শাহাদাত, পঞ্চগড়-২ ব্যারিস্টার তাসমিয়া প্রধান, যশোর-৫ মো. নিজামউদ্দিন অমিত ও পঞ্চগড়-১ আসনে আল রাশেদ প্রধানকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহীম নিজে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট করবেন। একই সঙ্গে তার দলের প্রার্থী কুমিল্লা-৭ আসনে সুলতান মঈন আহম্মেদ দলীয় প্রতীক হাতঘড়িতে ভোট করবে বলে ইসিকে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয় পার্টি লক্ষীপুর-১ আসনে মো. আলমগীর হোসাইনকে দলীয় প্রতীক কাঠাল বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টি-বাংলাদেশ ন্যাপ এক চিঠিতে দলের প্রধানসহ ৩ জনকে দলীয় প্রতীক গাভী দেওয়ার অনুরোধ জানিয়েছে। তারা হলেন- জেবেল রহমান গানি, সুমি আক্তার শিল্পী ও মো. ওয়াজি উল্লাহ মাতব্বর অজু।
আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি কুড়িগ্রাম-৪ ও পিরোজপুর-২ আসনে দলের প্রার্থীকে দলীয় প্রতীক বাই সাইকেল দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২৭টি আসনে জোটগতভাবে ভোট করছে। তবে আরও দেড়শ’ আসনে দলটি প্রার্থী দিয়েছে।
নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনও প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। রবিবার সেই তিন সপ্তাহের বাধ্যবাধকতা শেষ হয়।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৪৩টি আপিল জমা পড়ে। গত তিন দিনে শুনানি করে ইসি থেকে ২৮২ জন তাদের প্রার্থিতা ফেরত পায়। বৈধতার বিরুদ্ধে অর্ধশতক আপিল জমা পড়লেও এক্ষেত্রে কেউই পক্ষে রায় পাননি।
সূত্র: বাংলা ট্রিবিউন