খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ফয়সল চৌধুরী

সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি দলীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে নিজের প্রার্থী হবার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি রবিবার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে এলাকার সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় কালে এ আহবান জানান।

এদিকে আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোয়াজিস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহগানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল বারী চৌধুরী, জেলা বিএনপি’র সহ-অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র নেতা কামরুল হাসান শাহীন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক শাহজাহান হোসেন, সালাউদ্দিন আহমদ, রাহাত চাকলাদার, এনামুল ইসলাম, মোরশেদুর রহমান পলু, আহসান জামিল, অলিউর রহমান, মামুন আহমদ শামীম আহমদ প্রমুখ।

শেয়ার করুন