মৌলভীবাজার বিএনপি নেতাকর্মী হয়রানী ও গ্রেফতার না করতে পুলিশ সুপার বরাবরে বিএনপির প্রার্থী এম নাসের রহমান স্বারকলিপি!

 

বিএনপি ও এর অংগসংঠনের ও দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারী,হয়রানী বন্ধ করা এবং গায়েবী মামলা প্রত্যাহারে বিভিন্ন দাবিতে মৌলভীবাজার-৩ আসনের বিএনপির প্রার্থী এম নাসের রাহমানের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কাছে আজ সোমবার দুপুরে স্মারকলিপি দেয় মৌলভীবাজার জেলা বিএনপি।
স্মারকলিপিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮’ মৌলভীবাজার ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অংগসংগঠন যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলসহ সকল অংগ সহযোগি সংগঠন এবং ২৩ জোটের নেতাকর্মী ও আমার নির্বাচনী কাজে নিয়োজিত দলের নেতৃবৃন্দকে হয়রানী ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতার না করার লক্ষ্যে ইতিপূর্বে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা দায়ের করে গোপন রাখা হয়েছে।
উক্ত মামলা মূলে অতি উৎসাহী কতিপয় পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আমার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করার হুমকী ও ভয়ভীতি প্রদর্শনসহ গ্রেফতারের উদ্দেশ্য বাড়ি বাড়ি তল্লাশি ও আতংক সৃষ্ঠি করছে। যাহা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি তার নির্বাচনী কাজে নিয়োজিত নেতাকর্মী গ্রেফতার ও হয়রানী না করার জন্য ও গায়েবী মামলা প্রত্যাহারের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালালকে অনুরোধ করেন।
স্বারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম মূয়ন, সহসভাপতি আশিক মোশারফ,সভাপতি আব্দুল মুকিত,সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান ভিপি মিজান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান, সদর থানার সভাপতি হেলু মিয়া ও সাধারন সম্পাদক মনোয়ার রহমান আহমদ প্রমুখ।

শেয়ার করুন