সাইফুল ইসলাম,
মৌলভীবাজার চারটি আসনে একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থীরাই পূর্ব প্রস্তুতি নিয়ে শুরু করেন প্রচারণা।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর সোমবার দুপুরে মৌলভীবাজার ৪ আসনের সাংসদ আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আসকির মিয়ার ছেলে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে তার প্রচারণা শুরু করেন। এছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শহর-শহরতলীতে পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সভাপতি মো.আসকির মিয়া ও সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে আব্দুস শহীদের পক্ষে ভোট চেয়ে শহরে মিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।
সোমবার সন্ধ্যায় সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি’র পক্ষে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইউসুফ আলী,সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল,সাইফুল আলম আসিদ আলী।
প্রসঙ্গত: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : আওয়ামীলীগ থেকে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। আর গনফোরাম থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা ছালাউদ্দিন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন।তবে এই আসনে আবারও নৌকার বিজয় হবে এমনটাই জানিয়েছেন সাধারণ ভোটাররা।