একই সঙ্গে আওয়ামী লীগের সমর্থকরা দুপুর দুইটার পর থেকে উপজেলাজুড়ে নৌকার নির্বাচনী প্রচার-প্রচারণা পুরোদমে শুরু করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুধু নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ছাড়া দুপুর দুইটার পর থেকে নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপির (নৌকার) নির্বাচনী পোস্টারে রশি বেঁধে পুরো শহরকে সাজিয়ে রেখেছে। জিপগাড়ি যোগে মাইকিং করে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে চালাচ্ছেন প্রচারণা।
এদিকে প্রতীক বরাদ্দের প্রথম দিনে বিএনপিসমর্থিত ঐক্যফ্রন্টের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) (ধানের শীষ) সমর্থকরা সোমবার কোনো প্রচার-প্রচারণা শুরু করেননি। কিংবা পোস্টার লাগাতে দেখা যায়নি। বিএনপির দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে পুরোদমে প্রচার-প্রচারণার কাজ শুরু করবেন।
এ আসনে গণফোরমের প্রার্থী প্রেডিয়াম মেম্বার অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ তার প্রার্থিতা প্রত্যাহার না করায় দলীয় প্রতীক উদিত সূর্য তাকে বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সালাউদ্দিন দুলাল পেয়েছেন দলীয় প্রতীক হাতপাখা।