সিলেট, মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে হযরত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় দিকে হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে বিকাল ৪টার ১৫ মিনিটে সিলেট এসে পৌছান ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে পৌছেছেন।
পরবর্তীতে শাহ পরাণ মাজার জিয়ারত করে ঐ এলাকায় গণসংযোগ করবেন তারা। সন্ধ্যার সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

শেয়ার করুন