শ্রীমঙ্গলে বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগ

শ্রীমঙ্গলে বিএনপির নির্বাচনী
সভায় হামলার অভিযোগ

আবুজার বাবলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএনপির নির্বাচনী সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এজন্য দলটির পক্ষে প্রতিদন্ধী যুবলীগ ও শ্রমিকলীগকে দায়ী করেছে।
বুধবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব বিরাইমপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনী সভার প্রাক্বালে এ ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর।
বুধবার রাতেই বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এক সংবাদ সম্মেলনে জানান, শ্রীমঙ্গল পূর্ব বিরাইমপুরে ধানের শীষের নির্বাচনী সভায় যুবলীগ ও শ্রমিক লীগের ৪০/৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালিয়ে মাইক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে। তিনি অভিযোগ করে বলেন সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে হাজী মুজিব বলেন, সকালে নির্বাচনী প্রচারণা শুরুর আগে এনিয়ে আশংকার কথা বলেছিলাম এবং রাতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি। এভাবে নির্বাচনী প্রচারণায় হামলা বাধা দিলে সুষ্টু নির্বাচন কিভাবে সম্ভব?
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক আহমেদ জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা নেই। তবে বিএনপির মধ্যে কোন্দল আছে তা সবার জানা। এর থেকে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ওরা (বিএনপি) আমাদের চিঠি দিয়েছিলো। এ ধরনের কোন ঘটনা ঘটার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেদিকে আমাদের সার্বক্ষণিক নজর রয়েছে।

শেয়ার করুন