মৌলভীবাজার শহর জুড়ে নির্বাচনী পোস্টারিং

মৌলভীবাজার শহর জুড়ে নির্বাচনী পোস্টারিং

 

আশরাফ আলী॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনকে সামনে রেখে সোমবার ১০ ডিসেম্বর সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর পরপরই নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা। দলীয় প্রার্থীদের আগে থেকেই প্রতীক জানা থাকায় ব্যানার পোস্টার আগে থেকেই প্রস্তুত ছিলো অনেক প্রার্থীর। বাকী ছিলো কেবল নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা। আর সেই আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই পুরো জেলা ছেয়ে গেছে ব্যানার-পোষ্টারে।
এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি নাসের রহমান (ধানের শীষ)। জেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ (নৌকা), বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী (রিক্সা), বাম গণতান্ত্রীক জোটের মঈনুর রহমান মগনু (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আসলম (হাত পাখা) মার্কায় নির্বাচন করছেন।
প্রতীক নির্ধারিত হওয়ার পর থেকে মৌলভীবাজার জেলা জুড়ে পোস্টারিং শুরু হয়েছে। জেলার বাকী ৩টি আসনের প্রার্থীদের প্রতিক সম্বলিত পোস্টারে ছেয়ে যাচ্ছে যেমনি, তেমনি পিছিয়ে নেই মৌলভীবাজার-৩ আসনের অন্তর্ভূক্ত পৌর শহরও। শহর জুড়ে ছেয়ে যাচ্ছে নির্বাচনী পোস্টারিং। শহরের অধিকাংশ জায়গায় ক্ষমতাসীন আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী নেছার আহমদের পোস্টার দেখা যায়।
মৌলভীবাজার শহরের চৌমূহনা, শমসেরনগর রোড, চাঁদনীঘাট রোড, কোর্ট রোড, সার্কিট হাউস এলাকা, কোর্ট এলাকা, শাহ মোস্তফা রোড, এম সাইফুর রহমান রোড (সেন্ট্রাল রোড), কুসুমবাগ এলাকা, সিলেট রোড, শ্রীমঙ্গল রোড এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার শোভা পাচ্ছে।
তবে গ্রামাঞ্চলে এখনো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ পৌছেনি শহরের মত। গ্রামের অনেক লোক জানেইনা আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আরো কয়েকদিন গেলে গ্রামে নির্বাচনী আমেজ আসবে।
ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রতীক নির্ধারিত হওয়ার আগ থেকে নির্বাচন সামনে রেখে বর্ধিত সভা, গণসংযোগ ও উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে জেলা জুড়ে। প্রতীক নির্ধারিত হওয়ার পর থেকে তারা পুরোদমে কাজ শুরু করেছেন। ক্ষমতাসীনদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। তারা বলছেন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে।
এদিকে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বিরোধী শিবিরে। তারা বলছেন এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আসেনি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে পারেনি নির্বাচন কমিশন। এ অভিযোগে বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমান।
সংবাদ সম্মেলনে গায়েবী মামলা প্রত্যাহার, গ্রেফতার, গভীর রাতে বাড়িতে বাড়িতে তল্লাশী ও পুলিশি হয়রানির অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, অতি উৎসাহি কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে এ কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এ সময় তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, গ্রেফতার, হয়রানি ও তল্লাশি বন্ধ এবং গায়েবী মামলা প্রত্যাহার না হলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য জন্য প্রশাসনকে দায়বার নিতে হবে।
এবারের নির্বাচন পূর্বের যেকোন নির্বাচনের চেয়ে একটু বেশীই গুরুত্বপূর্ণ। কেননা এবারই প্রথমবারের মতো দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছে বিরোধীদলগুলো। নির্বাচনী প্রচার প্রচারণা চলবে আগামী ২৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রচার-প্রচারণা শেষে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন