মৌলভীবাজার-৪,শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর বিরামহীন প্রচারণা

 

মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার- প্রচারণা চালাচ্ছেন এমপি প্রার্থীরা। এছাড়াও শুক্রবার (১৪ ডিসেম্বর ) সন্ধ্যা রাতে বিভিন্ন ওয়ার্ডে সভা চলছে। শুক্রবার সকালে থেকে দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন সোনাছড়া চা বাগান গনসংযোগ করেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। তবে এই আসনে বিএনপির মধ্যে অভ্যন্তরীন কোন্দল থাকায় তাদের কোন প্রচার প্রচারণা করতে চোখে পড়েনি।

এদিকে শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ বিশ্বমঙ্গল শ্রীশ্রী তারকবব্রক্ষ হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গণসংযোগ করেন আব্দুস শহীদ। এ ছাড়া তিনি কালীঘাট ইউনিয়ন, খাইছড়া চা বাগান, ভাড়াউড়া চা বাগান,গনসংযোগ করেন। এর আগের দিন বৃহস্পতিবার কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক নির্বাচনী কর্মীসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এর আগের দিন কমলগঞ্জ উপজেলা চৌমুনায় গনসংযোগ করেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

ভোটের মন জয়ের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সাংসদ। অসমাপ্ত কাজ গুলো নির্বাচনের পর পর করে দিবেন। ভাঙাচোড়া রাস্তাঘাট মেরামত, গ্যাস বিদ্যুৎসহ নাগরিক সুবিধাসহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন।তবে শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকায় বেশির ভাগই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে শেখ হাসিনা সরকার।তৃণমূল ভোটারদের দাবী যদিও সরকার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হয় তাহলে এই সরকারের কাছে আর কোনো দাবি দাওয়া থাকবে না বলে জানিয়েছেন ভোটাররা। এই সরকার চা বাগানে গুলোতে সরকারী স্কুল দিয়েছে। যাহা চা শ্রমিকদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে বলে চা শ্রমিকরা বেজায় খুশি। চলতি মাসে ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রচার-প্রচারণা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

 

 

শেয়ার করুন