রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

জালালাবাদবার্তা.কম, মৌলভীবাজার প্রতিনিধিঃ

বীর প্রতীক মোহাম্মদ আলী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের বীর প্রতীক অবঃ ক্যাপ্টেন মোহাম্মদ আলী (৮৫) বার্ধক্যজনিত রোগে ১২ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর বীর প্রতীক অবঃ ক্যাপ্টেন মোহাম্মদ আলীর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের সময় সেনা সদস্য হিসেবে যুদ্ধে অংশ নিয়ে ৪ নং সেক্টরের কৈলাসহর থেকে রনাঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ আলী। পরে তাঁকে সেনাবাহিনীতে সম্মানীয়ভাবে ক্যাপ্টেন উপাধি দেওয়াসহ তিনি বীর প্রতীক খেতাব পান। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলেও গত ২৫ বছর ধরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে বসবাস করছিলেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগ ভোগের বুধবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন।

১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাঁর কফিনে জাতীয় পতাকা রেখে গার্ড অব অনার প্রদর্শণ করা হয়। এর পর মুক্তিযোদ্ধাসহ সহস্রাধীক মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বীর প্রতীক মোহাম্মদ আলরি মৃত্যুও সত্যতা নিশ্চিত করে বলেন দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন