মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বিনম্র শ্রদ্ধায় মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। সকালে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ প্রমূখ।

সন্ধ্যায় আলোর মিছিল ও শহীদ বেদীতে আলোক প্রজ্জ্বোলন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বন্ধুসভা। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ।

শেয়ার করুন