মৌলভীবাজার-২ সংসদীয় এলাকার মহাজোটের মনোননিত প্রার্থী এম এম শাহীন সমর্থকের অফিসে বিএনপির পক্ষ থেকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নৌকা সমর্থকের ৫জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
যদিও বিএনপির পক্ষ থেকে হামলার বিষয়টি নাকচ করে উল্টো দাবী করছে, এ ঘটনা আ’লীগের পরিকল্পিত। আজ (১৬ ডিসেম্বর) রাত ৮টায় কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানায়, বেশ কয়েকজন ধানের শীষের মিছিল করে এসে কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া নৌকার অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর চালায়। তবে তদন্তের স্বার্থে হামলাকারীদের নাম জানায়নি পুলিশ।
এ ঘটনায় অফিসে অবস্থানরত মনি মিয়া (২০), ছোট (১৯), রাজু আহমদ (২০)সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে ভার্তি করা হয়েছে।
যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর বলেন-‘জামাত শিবিরসহ বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।’
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন-‘আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বিএনপির নেতা-কর্মীরা মিছিল করে এসে আওয়ামীলীগের অফিসে হামলা চালিয়েছে।’ তবে কাদের নেতৃত্বে এ হামলা হয়েছে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেননি এ পুলিশ কর্মকর্তা।
হামলার প্রসঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি এড. এএনএম আবেদ রাজা বলেন- ‘বিএনপি সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কোন হামলার পক্ষপাতী নয়। এটা আ’লীগের পরিকল্পিত ঘটনা যার দায় আমাদের দিতে চাচ্ছে।’