বাংলাদেশ আওয়ামীলীগ কানাডা শাখার বিজয় দিবস-২০১৮ উদযাপন

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা থেকে:

মুক্তিযুদ্ধ বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে যেপতাকা অর্জিত হয়েছে, তাতে খামচে ধরেছে পুরোনোশকুন। তাই এই বিজয় দিবস পালনের মাধ্যমেআমাদের অঙ্গীকার নিতে হবে জঙ্গীমুক্ত, রাজাকারমুক্ত উন্নত সোনার বাংলাদেশ বিনির্মানে।

গত ১৬ই ডিসেম্বর রোজ রবিবার বিকেল ঘটিকার সময় টরন্টো ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কানাডা আওয়ামীলীগ কর্তৃক এক মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরা হয়। কানাডা আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কানাডা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশের জাতীয়সংগীত পরিবেশন করা হয়।  সভায় বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশদ্রোহীরাজাকার তাদের দোসর বর্ণচোরা রাজনীতিকদের বর্জন করতে হবে। স্বাধীনতার মহান  ঘোষকজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় কল্পে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বক্তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান

অনুষ্ঠানের শুরুতে টরোন্টোতে বসবাসরত জাতিরশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করাহয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইলিয়াস মিয়া, অ্যাডভোকেট শরীফ সালাম, সৈয়দ নজমুল হুসেন মনা, আলহাজ তুতিউর রহমান, এম. আর. জাহাঙ্গীর, আব্দুস সামাদ হাওলাদার, নিরঞ্জন সরকার বাচ্চু প্রমুখ। বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল অভিনন্দন জানান জনাব হাজি আব্দুল মান্নান, হেলাল উদ্দিনসিকান্দর আলী, মুহাম্মদ এরশাদ এবং মুহাম্মদ শাকিল। মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে বক্তব্য রাখেন জনাব ইলিয়াস মিয়া, সামাদ হাওলাদার ও নিরঞ্জন সরকার বাচ্চু।

 

আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কানাডা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন নুনু, অন্টারিও আওয়ামীলীগের আহবায়ক মোহাম্মদ হাসান, অন্টারিও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুদীপ সোম রিঙ্কু, কানাডা মহিলা আওয়ামীলীগ নেত্রী শরীফ কামাল মুসি, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল ইসলাম, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, কানাডা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বেলাল শামসুল, কানাডা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরীস্বেচ্ছাসেবক লীগ কানাডার সাধারণ সম্পাদক সুহেল শাহরিয়ার, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অরুণা হায়দার তার দল এবং এমিলি রায়। সংগীত পরিবেশন করেন শিরিন ইসলাম, ক্লোস আপ তারকা নভেল, তানজিন সুহানি মৌসুমী প্রমুখ। পরিশেষে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

­

শেয়ার করুন