জালালাবাদবার্তা.কমঃ
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে কানাডার টরন্টোতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘লিজেন্ড নেভার ডাইস: অ্যা ট্রিবিউট কনসার্ট ফর আইয়ুব বাচ্চু’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করে টরন্টোর ব্যান্ড দলগুলো।
১৫ ডিসেম্বর স্কারবোরোর দক্ষিণ ব্রিমলিরোডের ব্লেজড কার্ডিনাল নিউম্যান হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে এই প্রথমবার টরন্টোর সব ব্যান্ড দলগুলো একসঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে কানাডার মোট ১০টি ব্যান্ড দল অংশ নেয়। ব্যান্ড দলগুলো হলো- ব্যান্ড-৪, চন্দন অ্যান্ড ফ্রেন্ডস, যান্ত্রিক, মানুষ, অবসর, রিফ্লেকশন, সেকটর-২.০, সুর, শিকড়, টুলু অ্যান্ড দ্য লাইটম্যান। এছাড়াও কনসার্টে গান পরিবেশন করেন ‘দ্য ওয়াটসন ব্রাদার্স ব্যান্ডের আরাফাত ও ইমরান।