স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর ছেলের গাড়ীতে হামলা। বিভিন্ন এলাকায় তার নির্বাচনী কার্যক্রমে অজ্ঞাত হেলমেটধারীর বাঁধা। জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।
সোমবার ১৭ ডিসেম্বর পাঠানো এই চিঠিতে তিনি লিখেন, নির্বাচনী প্রচার চালাতে গিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পোস্টার ছিঁড়ে একই স্থানে প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগের পোস্টার লাগানো হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর নির্বাচনী বিভিন্ন সভায় হামলা ও ভাংচুর করা হচ্ছে, নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে।
তাঁর নির্বাচনী সভার আশেপাশে হলমেটধারীরা দা, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর ছেলের গাড়ীতে হামলার বিষয়ে কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আলী জানান, বিকাল সোয়া ৫ দিকে নির্বাচনী প্রচারণা শেষ করে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একদল যুবক মুঈদ আশিক চিশতী’র গাড়ীতে হামলা করে। গাড়ীর গতি দ্রুত থাকায় পূরোপুড়ি তারা সফল হতে পারেনি। দুষ্কৃতিকারীরা চিশতীর চলন্ত গাড়ীতেই আঘাত করে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারনায় যাতায়াতের পথে হেলমেটধারী অজ্ঞাত কিছু মটর বাইক তার গাড়ীকে অনুসরন করে যে কারনে তিনি ও তার নেতাকর্মীরা নিরাপত্তীহীনতায় ভুগছেন। এ ছাড়াও তার দলের নেতা কর্মীকে গন গ্রেফতার করা হচ্ছে।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তোফায়েল ইসলাম চিঠি হয়তো আমার অফিস রিসিভ করেছে আমি এখনও চিঠি পাইনি।