খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার শহর কুসুমবাগ এলাকায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিলেট রোড থেকে আসা একটি সিএনজি অটোরিক্সাতে ঝুলন্ত অবস্থায় একটি শিশুকে দেখতে পান দায়িত্বরত ট্রাফিক বিভাগের এটি.এস.আই ফারুক, সাথে সাথে তিনি গাড়ীটি আটক করেন। পরে দেখা যায় গাড়িতে পিছনের সিটে মহিলা ও শিশু সহ ৭ জন এবং সামনের সিটে চালক সহ ৫ জন মোট ১২ জন ছোট্ট এই লোক গাড়িতে চড়ে যাচ্ছেন। এ সময় গাড়িটির ড্রাইভারকে তাৎক্ষণিক ১৪৯ ধারায় মামলা দেওয়া হয়।
চালকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গাড়িতে সবাই তার পরিবারের লোকজন। এ সময় নিরাপত্তা ঝুঁকির কথা প্রশ্ন করলে চালক নিরব থাকেন। এই ঘটনায় এটি.এস.আই ফারুক আক্ষেপ করে বলেন, “যতক্ষণ তারা (ড্রাইভাররা) নিজেরা নিজেদের জীবনের ঝুঁকি এড়াতে চেষ্টা করবে না, ততক্ষণ তাদের মামলা দিয়েও কিছু হবে না। তারা নিজেরা সচেতন যদি না হয় তাহলে দূর্ঘটনা ঘটতেই থাকবে।“