বৃষ্টির বাদলেও থেমে নেই প্রার্থীর প্রচারণা


বিশেষ প্রতিনিধি:
বৃষ্টির উপেক্ষা নৌকা প্রার্থীদের প্রচারণা। চা বাগান অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার ৪ আসন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নির্বাচনী আমেজের মতো এই আসনটিতেও এখন নির্বাচনী প্রচারনায় মুখর হয়ে উঠছে।
১৭ ডিসেম্বর সোমবার থেকে শ্রীমঙ্গলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু থেমে নেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার দিনব্যাপী এই বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগ নেতাকর্মীরা কাক ডাকা ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন চা বাগান এলাকায় চা বাগানের ভোটারদের মধ্যে প্রচারণা করতে দেখা যায়। চা বাগানের শ্রমিকদের সাথে গণসংযোগ করেছেন। ছাতা মাথায় নিয়ে তিনি কয়েকটি চা বাগান এলাকাসহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচারনা করেছেন।

এদিকে বিএনপি প্রার্থীর প্রচারণা গণসংযোগ চোখে পড়েনি।

আওয়ামীলীগের নেতা মো.মামুন আহমদ জানান নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই উপজেলার প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।

শেয়ার করুন