গুড়ি গুড়ি বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন, চরম দুর্ভোগ রাস্তাঘাটে

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

মৌলভীবাজারে গুড়ি বৃষ্টিতে জনজীবন অতীষ্ঠ হয়ে পড়েছে মঙ্গলবার ১৮ই ডিসেম্বর মৌলভীবাজারে সকাল থেকে অবিরাম থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোনালী ফসল ধান তুলতে কৃষকরা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যাদের এখনও ধান কাটা হয়নি তাদের অর্ধেকটা ধান বৃষ্টির কারনে নষ্ট হয়ে যাচ্ছে। ধান মাড়াই দিতে ব্যস্ত কৃষকরা কিন্তু বৃষ্টির কারনে অনেক ধান ভিজে যাচ্ছে তাই পারছেননা ধান মাড়াই করতে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে যাতায়ত করছেন। বয়স্কদের কষ্ট অনেকটা বেড়ে যায় বৃষ্টির দিনে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা তাদের প্রচারণায় আজ অনেকটা বাঁধাগ্রস্ত বৃষ্টির কারনে। প্রার্থী সমর্থক বেশ চিন্তিত যদি এরকম প্রতিদিন বৃষ্টি হতে থাকে তাহলে নির্বাচনী প্রচারণা চালানো মুশকিল হয়ে পড়বে। বিগত কয়েকদিন বেশ জমিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে নির্বাচনীয় কার্যক্রম চালিয়েছেন প্রার্থীগণ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ মৌলভীবাজারে সর্বোচ্চা তাপমাত্রা ১৯ ডিগ্রি – সর্বনিম্ন ১৬ ডিগ্রি আগামীকালও রোদ-বৃষ্টি দুটির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে ভারীবৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন