মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালীন আওয়ামীলীগ প্রার্থীর একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে গাড়ি চালকসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আসকির মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।
১৮ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি চলাকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর পক্ষে নৌকা প্রতীকের প্রচারণাকালে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র বিটিআরআই চা বাগানের ব্রীজ সংলগ্ন স্থানে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। আহতরা হলেন, গাড়ি ভাঙচুর ও প্রচারকাজে নিয়োজিত জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য মো. মিজান মিয়া এবং গাড়ি চালক মো. হারন মিয়াকে গুরুতর আহত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো.মহসিন বলেন, আওয়ামীলীগ প্রার্থীও প্রচারকাজে নিয়োজিত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।