দিনভর বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

 

নিজস্ব প্রতিবদেক :: নিম্ন চাপের প্রভাবে দিনভর অব্যাহত বৃষ্টিতে সিলেটের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ, রাত থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।

আর মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি ঝরছে অবিরাম ধারায়। দুপুরের দিকে কিছুটা কমলেও বিকাল থেকে আর থামেনি বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের।

এদিকে শীতকালের এই বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাটে যান এবং জন চলাচল কমেছে। শহরের রাস্তায় যানবাহনও তুলনামুলক কম। গতকদিন ধরে সিলেটজুড়ে নির্বাচনী আমেজ থাকলেও বৃষ্টি প্রভাব ফেলেছে প্রচারণায়।
একটু উষ্ণতার জন্য নগীরর মোড়ে মোড়ে চায়ের স্টলগুলোতে কিছু লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।

শেয়ার করুন