‘চেতনায় ৭১’ এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রুহুল চৌধুরী, টরন্টোঃ

‘চেতনায় ৭১’ নামের নতুন একটি সংগঠন গত ১৪ ডিসেম্বর (শুক্রবার) টরন্টোর ভিক্টোরিয়া পার্ক এবং ডেনফোর্থ এভিনিউ এর মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।

দেশে বিদেশে’র সম্পাদক নজরুল মিন্টোর সভাপতিত্বে এবং সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু সঞ্চালনায় সভায় উপস্থিতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ফয়জুল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ হোসেন, বিশিষ্ট সংগঠক আজিজুর রহমান মোল্লা, ড. জগদীশ সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসমত আরা জুঁই, সমাজ সেবক মহসিন ভূঁইয়া, রিয়েলটর শ্যাম মুখার্জি, রবিন ইসলাম, শহীদ সন্তান শম্পা সাহা, নজরুল ইসলাম, ব্যবসায়ি মিজানুর রহমান প্রমুখ।।

সভার শুরুতে বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হিমাদ্রী রায় ও আহমেদ হোসেন।

শেয়ার করুন