মৌলভীবাজার-৪ আসন জয়-পরাজয়ে ফ্যাক্টর হবে চা শ্রমিকদের ভোট

 

সাইফুল ইসলাম

কয়েকদিন ধরে দুইটি উপজেলায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ বেশ কয়েকটি চা বাগানে গিয়ে দেখা যায় নির্বাচনী আমেজে ভরপুর।
বুধবার সকালে শ্রীমঙ্গল শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগানে পাওয়া গেল সে এক অন্য রকম আমেজ।
এটা যে নির্বাচনী আমেজ বুঝতে কোনো দ্বিধা নেই। কারণ শ্রীমঙ্গল উপজেলার এই এলাকার দোকানঘর, মাটির ঘর, বিদ্যালয় ও গাছের গায়ে সাঁটানো প্রার্থীদের পোস্টারই বলে দেয় এখন এখানে চলছে নির্বাচনী উৎসব। একাদশ সংসদ নির্বাচন আগামী ৩০শে ডিসেম্বর।
আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। চা বাগান অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে চা বাগান আছে প্রায় ৭০টির মতো। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে পাল্টে গেছে চা বাগানের মানুষের দৈনন্দিন জীবনযাপনের ধরন।

স্থানীয় ভোটার বলছেন, চা শ্রমিক ভোটারদের ঘরে ঘরে সব প্রার্থীর প্রতিযোগিতামূলক আনাগোনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নৌকার ও ধানের শীষের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা চা শ্রমিকদের কাছে ভোট চেয়ে দিন-রাত ছুটছেন। কারণ অতীতের অনুষ্ঠিত হওয়া অংশগ্রহণমূলক নির্বাচনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মূলত চা শ্রমিকদের ভোটেই এই আসনের প্রার্থীদের বিজয়ী হওয়ার পথে গুরুত্বপূর্ণ রাখে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ,এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০ জন। এই ভোটারদের মধ্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জে প্রায় ৮৫ হাজার চা শ্রমিক ভোটার রয়েছেন। এসব চা শ্রমিকেদের ভোটেই জাতীয় নির্বাচনে বার বার এই আসনে জয়-পরাজয়ে বিশেষ ভূমিকা রাখছে। তাই এ আসনে নৌকার প্রার্থী অনেকটা টেনশন মুক্ত থাকেন। চা শ্রমিকদের ভোট ব্যক্তি ইমেজে নির্ভর না করে মার্কার উপর নির্ভর করে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকটাই বড় ফ্যাক্টর!।

 

শেয়ার করুন