মৌলভীবাজার-২ কুলাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি॥  মৌলভীবাজার-২ কুলাউড়ায় নৌকার অফিসে হামলার ঘটনায় হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহমুদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউনিয়নের বিলের পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ৯টায় হাজীপুর ইউনিয়নে হেলাল মেম্বারের নেতৃত্বে ৪- ৫টি মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা হাজীপুর ইউনিয়ন সংলগ্ন মনু বাজারে নৌকা প্রতিকের অফিসে অতর্কিতে হামলা চালায়। এসময় নৌকার অফিসে অবস্থানরত রনচাপ গ্রামের বিধান দে (৪২), ইসমাইলপুর গ্রামের আব্দুল আজিজ (৪৩), আব্দুল ওয়াহিদ (৪৮), নজরুল ইসলাম (৪০), জয়নাল আবেদিন (৩৫), আব্দুল হান্নান (৪২) ও মেম্বার শেখ মোঃ আব্দুর রউফ (৪৮) আহত হন। হামলাকারীরা অফিস ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদেও উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, হাজীপুর ইউনিয়নে নৌকার অফিসে হামলার ঘটনায় ৫০ জনের নামোল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহমুদ আলী উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী।

শেয়ার করুন