মৌলভীবাজার প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মহাজোটে (বিকল্পধারা) প্রার্থী এম এম শাহীনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে রাত সাড়ে নয়টার দিকে ও হাজিপুর ইউনিয়নের মনু বাজারে রাত দশটার দিকে এমন ঘটনা ঘটে। ঘটনায় বিকল্পধারার বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদবার্তা.কম কে জানান, হাজীপুরের মনু বাজারে ও ভূকশীমইলের নবাবগঞ্জে নৌকার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল দুইটি এখনও পুলিশি নজরদারিতে রয়েছে।